মুহিন শিপনঃ ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বুলবুল খাঁন ও তার স্ত্রী আছমা আক্তার লাকী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার (৩ জানুয়ারি) বিকালে দুইজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

২০১৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন তিনি। এবারের নির্বাচনে আ’লীগের নতুন মনোনীত প্রার্থী শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের সাথে নির্বাচনে প্রতিযোগিতায় মাঠে নামছেন তিনি।
এদিকে স্বস্ত্রীক নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দাখিলের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
স্বস্ত্রীক মনোনয়ন পত্র দাখিলের বিষয়ে মোঃ বুলবুল খাঁন বলেন, আমার বিরুদ্ধে পূর্ব থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রের কারনে আমি নির্বাচন করতে না পারলে আমার স্ত্রী নির্বাচন করবেন। যদি বাছাইকালে কোন সমস্যা না হয় তাহলে আমার স্ত্রী প্রার্থীতা প্রত্যাহার করে নেবে।