শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : দলীয় শৃংঙ্খলা ভঙ্গের কারণে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফখরুদ্দিন সাজিবকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ) হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম তাকে দল থেকে বহিষ্কার করেন।
জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ইস্যু নিয়ে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ব্রাহ্মণডুরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সজিব এর বিরুদ্ধে বেশ কিছু দিন আগে দলীয় বিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠে।

ছবি : শায়েস্তাগঞ্জে বহিষ্কৃত যুবলীগ নেতা সাজিব এর ফাইল ছবি
বহিষ্কারের বিষয়টি নিয়ে কথা হয় যুবলীগ নেতা ফখরুদ্দিন সজিবের সাথে । তিনি জানান,আমাকে কি কারণে বহিষ্কার করা হল তা আমার বোধগম্য নয়। আর আমাকে বহিষ্কার করার ক্ষমতা জেলা সভাপতি নাই। আমি ইউনিয়ন যুবলীগ করি । আমার কোন দোষ হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে উপজেলা কমিটি। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে নাকি আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার জানা মতে আমি কোনো দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ করিনি। তবে উপজেলা কমিটির নেতারা আমাকে দলীয় কর্মকান্ড চালিয়ে যেতে বলেছেন।

ছবি : জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম এর দেয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট
এ ব্যাপারে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার বলেন, ‘আমি এ বিষয়টি অবগত নই, জেলা যুবলীগের সভাপতি ভালো বলতে পারবেন।
হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,বহিষ্কার করেছে থানা কমিটি। আমি শুধু সমর্থন করেছি। তারা বহিষ্কারের সিদ্ধান্ত নেযার পর সেটা আমার ফেসবুক থেকে শেয়ার করেছি মাত্র এর চেয়ে বেশি কিছু না। তবে বিস্তারিত আরো জানতে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন এর সাথে কথা বলতে বলেন তিনি।