সৈয়দ হাবিবুর রহমান ডিউক,শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জের আনাচে কানাচে চলছে নানা রকমের শাকসবজি চাষ। অত্র অঞ্চলের অনেকেই শখের বসে সবজি চাষ শুরু করেছিলেন, এখন তারা অনেকেই উদোক্তা। নিজেদের পারিবারিক চাহিদা মিটিয়ে বিক্রি ও করছেন। শায়েস্তাগঞ্জ এর সুরাবই গ্রামের লিটন মিয়া, ৬ একর জমিতে চাষ করছেন, ডাটা শাক, টমেটো ও ঝিংগে। ঝিংগে গাছে সবেমাত্র ফুল আসা শুরু করছে। টমেটো অনেকটাই পেকে গেছে, তিনি ইতোমধ্যে বিক্রি ও করেছেন। ডাটা শাকে তার পরিবারের চাহিদা মিটে যায়। লিটন মিয়া শীতকালীন শাকসবজি ও প্রতি বছর তার জমিতে চাষ করেন।
একই গ্রামের ফয়সল মিয়া, তিনি ৫ একর জমিতে শীতে আলু চাষ করেছেন, এখন গ্রীষ্মের শাকসবজি চাষ করতেছেন, তিনি বলেন, পতিত জমি পড়ে থাকে, তাই শখের বসে তারা দুই ভাই মিলে সবজি চাষ করেন, এতে তাদের আর কিনে খেতে হয়না। একই উপজেলার মনু মিয়া, তিনি শাকসবজি চাষ করে এখন সাবলম্বী। মনু মিয়া, ঝিংগে, করলা, চিচিংগা, পুইশাক, ডাটাশাক, কচু শাক, কচু মুখী, সবধরনের শাকসবজি জমিতে চাষ করেন, তিনি সুতাং বাজারের হাটে গিয়ে বিক্রি করেন। এছাড়াও উপজেলার, বড়চর, কলিমনগর, নসরতপুর, সুতাং, পুরাসুন্দা, অলিপুর, ব্রাক্ষণডুরা সহ সবজায়গাতেই কমবেশি শাকসবজি চাষ করা হয়।
এ ব্যাপারে কথা হয়,হবিগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা সুকান্ত ধরের সাথে, তিনি বলেন, শায়েস্তাগঞ্জ এ সবকালীন শাকসবজী চাষ করা হয়, সেজন্য বাজারে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি পাওয়া যায়। উপজেলার পক্ষ থেকে কৃষকদেরকে সার ও বীজ দেয়া হয়েছে।