মুহিন শিপন: শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণ বিধি ও স্বাস্থ্যবিধি না মেনে প্রচারণা চালানোর অভিযোগে ৩ মেয়র প্রার্থীর এজেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যায় দাউদনগর বাজারে তাদেরকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, আচরণবিধি লংঘন করে শোডাউন করায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মোঃ ছালেক মিয়ার এজেন্ট শাহেদকে ৩ হাজার, একই অভিযোগে বিএনপি প্রার্থী ফরিদ আহমেদ অলির এজেন্ট আকিকুর রহমানকে ৩ হাজার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজল উদ্দিন তালুকদারের এজেন্ট বশির আহমেদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ অভিযান নিয়মিত চলবে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।