কামরুল হাসান, শায়েস্তাগঞ্জে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পাঞ্চলখ্যাত অলিপুরে অগ্রণী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১’টায় অলিপুর সিটি পার্কের দ্বিতীয়
তলায় ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক মোঃ সলিম উল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের (প্রাণ, আরএফএল) মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আব্দুল লতিফ, প্রভাতী ইন্সুরেন্স কোঃ সহ মহাব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আশরাফ উদ্দিন জিতু মিয়াসহ অংগ্রণী ব্যাংক বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন।
অগ্রণী ব্যাংক মৌলভীবাজর অঞ্চল প্রধান আব্দুল লফিত বলেন, একঝাঁক দক্ষ এবং অভিজ্ঞ ব্যাংকার দিয়ে আজকের শাখা উদ্বোধন করা হয়েছে। তাদের আন্তরিক সেবায় এই শাখা এগিয়ে যাবে। এখানকার শিল্প উদ্যোক্তাদের জন্য নানাবিদ ঋণের ব্যবস্থা করবে এই শাখা। আমি আশাবাদি এই শাখা সফলতার মুখ দেখবে।