শায়েস্তাগঞ্জে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 10 February 2022
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

Link Copied!

শায়েস্তাগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিফা আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিফা আক্তার চুনারুঘাট উপজেলার শানখলা এলাকার আব্দুস সালামের মেয়ে ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী ।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, শিফা আক্তার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তার গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়।

এ সময় তার গলায় ফাঁস লাগা অবস্থায় রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত  ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।