শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পাঠদান করানো হচ্ছে। এতে করে শিক্ষার মান ভেঙে পড়ার উপক্রমসহ দিন দিন শিক্ষার্থীর সংখ্যাও কমতে শুরু করেছে।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে নির্মাণ কাজ শেষে গত ৩ নভেম্বর ২০১৩ তারিখে বিদ্যালয়টি উদ্বোধন ঘোষণা করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. আবু জাহির। কিন্তু নির্মাণ এবং উদ্বোধনের কয়েক বছরের মধ্যেই বিদ্যালয়ের ভবনগুলোতে ফাঁটল ধরায় বেশ কিছুদিন আগে ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ বলে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এরপর থেকেই শিক্ষকরা শিশু শিক্ষার্থীদের ঝুঁকি এড়াতে বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে পাঠদান অব্যাহত রেখেছেন। এদিকে খোলা আকাশের নিচে পাঠদান করায় শিশু শিক্ষার্থীরা পড়া-লেখায় মনোযোগী হতে পারছে না। ফলে বিদ্যালয়টির পড়ালেখা বিঘ্ন ঘটছে এবং শিক্ষার্থীর সংখ্যাও কমে যাচ্ছে।
সরেজমিনে গত সোমাবর ওই বিদ্যালয় প্রাঙ্গণে গেলে খোলা আকাশের নিচে পাঠাদানের বিষয়টি চোখে পরে। স্থানীয়রা জানান, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বিদ্যালয় ভবন কয়েক বছরের মধ্যেই ধসে পরার মত ঘটনা ঘটেছে। তবে বিষয়টি কৌশলে আড়াল করে রাখতে চাইছে একটি চক্র।
এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহমদ কবির দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, বিদ্যালয় ভবন ঝুকিপূর্ণ থাকায় আপাতত মাঠে ক্লাস চলছে।
তবে বিকল্পভাবে আলাদা ভবন নির্মানের ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়ছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক দায়িত্বরত এক শিক্ষিকা বলেন,‘এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে নিধেষ করা হয়েছে। প্রায় ২০০জন শিক্ষার্থী নিয়ে আমরা খোলা আকাশের নিচে ক্লাস করছি। বিদ্যালয়ের প্রতিটি রুমই ফেটে গেছে। ইতোমধ্যে অনেকাংশ ধসে পেড়েছ আমরা ভাগ্যগুণে বেঁচে গেছি।
তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে বার বার যোগযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।