শায়েস্তাগঞ্জে এক বাড়ি থেকে ভিজিএফ’র ৫ বস্তা চাল উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 29 July 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে এক বাড়ি থেকে ভিজিএফ’র ৫ বস্তা চাল উদ্ধার

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ   হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডুরা ইউনিয়নের জঙ্গাল গ্রামের রিকশা চালক জাদু সরকারের বাড়ি থেকে ভিজিএফের ৫ বস্তা চাল উদ্ধার করা হয়।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় এলাকার লোকজন সন্দেহ হলে ওই বাড়িতে গিয়ে চালের বস্তা দেখতে পান। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে খবর দিলে তিনি শায়েস্তাগঞ্জ থানাকে নির্দেশ দেন। পরে শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনাস্থলে পৌঁছে চাল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ছবি : উদ্ধার হওয়া ভিজিএফ’র ৫ বস্তা চাল

এলাকাবাসী জানান, গত ২৭ জুলাই বিজিএফ-এর চাল বিতরণের উদ্বোধন করেন এমপি আবু জাহির। এ সময় ১ হাজার ৭৫৫ জন লোককে কার্ড দেয়া হয়। কিন্তু ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার নান্টু সুত্রধর ওই চাল রিকশা চালক জাদু সরকারের ঘরে আত্মসাতের জন্য লুকিয়ে রাখেন। তাদের দাবী গ্রামের অনেক কার্ডধারীর চাল এভাবে আত্মসাৎ করে ইউপি মেম্বার নান্টু সূত্রধর।
এ ব্যাপারে নান্টু সূত্রধর জানান- তিনি এ চাল সম্পর্কে কিছুই জানেন না। সকালে বিষয়টি জানতে পেরেছেন।

ছবি : একটি ঘর থেকে ভিজিএফ’র চাল বের করা হচ্ছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমি আক্তার বলেন- সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।