সৌমিত্র দাস : দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে আছে শায়েস্তাগঞ্জের সেই বধ্যভূমি। কিন্তু দেখার কেউ নেই। যেখানে শহীদ বুদ্ধিজীবীদের সমাধিস্থল আজ সেই পবিত্র জায়গাটি সি,এন,জি স্টেশনে পরিনত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার(৩০সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে এ দৃশ্য লক্ষ্য করা যায়। শুধু তাই নয়,সেখানে প্রতিদিন সন্ধ্যার পরেই বসে মাদক সেবীদের আড্ডা। এছাড়া ও আশে পাশের কিছু বস্তিবাসী এদের কাপড় চোপড় শোকানোর কাজেও ব্যবহার করে আসছে প্রতিনিয়ত।
এই পবিত্র বধ্যভূমি নিয়ে অত্র এলাকার সচেতন ব্যাক্তিদের সাথে আলাপ করলে তারা এর দ্রুত সংস্কার চান। এব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামের সাথে কথা হলে তিনি আমার হবিগঞ্জের প্রতিনিধি কে জানান, এই বধ্যভূমি সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্ত বিগত করোনাকালীীন সময়ে তা সম্ভব হয়নি। আশা করছি অতি দ্রুত শহীদদের নামের তালিকাসহ বধ্যভূমিটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে