শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমি আক্তার এখন করোনা মুক্ত।
গত ৯ জুলাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমি আক্তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলে তিনি আইসোলেশনে চলে যান।
আইসোলেশনে শেষে আবার রিপোর্ট করালে গত শুক্রবার রাতে করোনা রিপোর্টে নেগেটিভ আসে।
এবিষয়ে ইউএনও সুমি আক্তার বলেন, আল্লাহর অশেষ কৃপায় করোনা হতে মুক্ত হয়েছি। এজন্য সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি পরিবারসহ, শুভাকাঙ্খীদের অনুপ্রেরণা আর ভালবাসায় আমি এই ভাইরাস থেকে মুক্তি পেয়েছি।