শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট এর দক্ষ নারী উন্নয়ন প্রকল্পের বিনা মূল্য সেলাই প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী দোলেনা বেগম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 14 August 2020
আজকের সর্বশেষ সবখবর

শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট এর দক্ষ নারী উন্নয়ন প্রকল্পের বিনা মূল্য সেলাই প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী দোলেনা বেগম

অনলাইন এডিটর
August 14, 2020 7:34 pm
Link Copied!

ছবি: শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট এর দক্ষ নারী উন্নয়ন প্রকল্পের বিনা মূল্য সেলাই প্রশিক্ষণ।

 

রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : হবিগঞ্জ’র মাধবপুর উপজেলার শাহেনশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী কল্যাণ ট্রাস্ট এর গাউছিয়া হক মন্জিল মাইজভান্ডার শরীফ দক্ষ নারী উন্নয়ন প্রকল্পের বিনা মূল্য প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী দোলেনা বেগম সহ আরো প্রায় ৪০/৫০ জন নারী।

শুক্রবার (১৪ই আগষ্ট) জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট এর মাধবপুর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ কাজল মিয়া উপস্থিতিতে ১৫ জনের একটি প্রশিক্ষণ বেইজ সমাপ্তি কালে দোলেনা বেগম এর সাবলম্বীর কথা দৈনিক আমার হবিগঞ্জ কে যানায়।

তিনি বলেন আমি এই প্রকল্প থেকে বিনা মূল্য সেলাই প্রশিক্ষণ শিখে অনেক সাবলম্বী হয়েছি। আমি বিনামূল্য একটি সেলাই মেশিন পেয়েছি। এখন আমি উক্ত প্রকল্পের সাহায্য নিয়ে প্রশিক্ষণের বেইজ খুলেছি। পাশাপাশি আমি সকল প্রকার জামা কাপর তৈরি করে অনেক আর্থিক লাভবান হয়েছি এবং হচ্ছি। হযরত জিয়াউল হক মাইজ ভান্ডারী (কঃ) ট্রাস্ট এর কাছে আমি চির ঋনি।

উক্ত বেইজ এর একজন শিক্ষাত্রী মোছাঃ কাকলী আক্তার কে প্রশিক্ষণের ব্যাপারে জিগ্গেস করলে তিনি আমাদের বলেন, আমরা বিনামূল্য সেলাই প্রশিক্ষণ করতে পেড়ে অনেক আনন্দিত এবং সাচ্চন্দ বোধ করছি। এই ধরনের প্রশিক্ষণ অন্য যায়গায় করলে অনেক টাকা খরচ হত। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আমরা বিড়িতে থেকেই সেলাই প্রশিক্ষণ নিতে পাড়ছি। আজ আমাদের বেইজ শেষ আমি এখন সব রকমের জামা কাপর তৈরি করতে পাড়ি।

বিনামূল্য সেলাই প্রশিক্ষণ প্রকল্পপের মাধবপুর উপজেলার সাধারণ সম্পাদক কাজল মিয়া জানান, আমাদেরকে বলে আমাদের উপজেলায় এ পর্যন্ত প্রায় ১০০ এর উপর নারী দের বিনা মূল্য সেলাই প্রশিক্ষণ দিয়েছি। এখন আরো ৩/৪ টা বেইজ চলছে। এখন পর্যন্ত উক্ত প্রকল্প থেকে গরীব, সেলাই মেশিন কিনতে অক্ষম মহিলাকে ১৫ টা সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এবং আরো হবে।

তিনি বলেন মাধবপুর উপজেলার সমস্ত ইউনিয়নে এই বিনা মূল্য সেলই প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি এ ব্যাপারে সকলের কাছে সহযোগীতা চেয়েছেন।