শাহপরাণ (রহ:) দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হান্নান আর নেই! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 July 2020
আজকের সর্বশেষ সবখবর

শাহপরাণ (রহ:) দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হান্নান আর নেই!

Link Copied!

 

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের দ্বীঘর ব্রাহ্মণগ্রাম নিবাসী ও শাহপরাণ (রহ:) দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ আব্দুল হান্নান মৃত্যুবরণ করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ৬:৪৫ মিনিটের সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর, তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।

আব্দুল হান্নান পেশাগত ভাবে শিক্ষকতা করতেন, ২০০৭ সালে শেরপুরে শাহপরাণ (রহ:) দাখিল মাদরাসা নামে একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

মরহুমের জানাজার নামাজ বুধবার (২২ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় দ্বীঘর ব্রাহ্মণগ্রাম বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

ছবি: মৃত্যু: এম.এ আব্দুল হান্নান