নিজস্ব প্রতিনিধি:: শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানোর নিয়ম থাকলেও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ৭ নং নুরপুর ইউনিয়নের শাহজীবাজার-সুরাবই সুন্নীয়া দাখিল মাদ্রাসার অফিসে টানানো হয়নি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন ছবি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মাদ্রাসার কমিটি ও সুপারের বিরুদ্ধে চরম অবহেলা ও গাফলতির অভিযোগ উঠেছে।
জানা গেছে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ওই মাদ্রাসার অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি টানাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, গত (১২ মার্চ) বৃহস্পতিবার প্রয়োজনীয় কাজে তিনি ওই মাদ্রাসার অফিসে গিয়েছিলেন। কাজের ফাঁকে তিনি লক্ষ্য করেন, মাদ্রাসার অফিসের ভিতরের কোনো জায়গাতেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নেই। এতে তিনি চরম মর্মাহত হন। পরে মোবাইলফোনে বিষয়টি তিনি স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন। এ সংবাদ পেয়ে সাংবাদিক সরেজমিনে ওই মাদ্রাসার অফিস পরিদর্শন করেন। এসময় ওই মাদ্রাসার অফিসের কোথাও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পাওয়া যায়নি। পরে ওই কক্ষের ভিডিও চিত্র ধারণ করেন সাংবাদিক।

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না টানানোর বিষয়টি অকপটে স্বীকার করেন, মাদ্রাসার সুপার মোছাম্মৎ হালিমা বেগম। তিনি বলেন, মাদ্রাসার কমিটিকে বার বার অবহিত করার পরও তারা জাতিরজনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানাননি।
এ ব্যাপারে মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি ছলিমউল্লাহ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আসলে আমরা গাফিলতির কারণে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানো হয়নি। তবে আমরা অচিরেই ছবি টানাব।
অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না টানানো চরম গর্হিত অপরাধ। এটি দায়িত্ব পালনের চরম অবমাননা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন মহলের সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।