পিন্টু অধিকারি, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে ম্যানেজিং কমিটির সদস্যের সরাসরি ভোটের মাধ্যমে সদ্য প্রয়াত সাবেক সভাপতি তৌফিক আলম চৌধুরীর স্ত্রী জাহানারা চৌধুরী শিরিনকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
ম্যানেজিং কমিটির দাতা সদস্য ইকবাল চৌধুরী জানান, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শাহজাহানপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তৌফিক আলম চৌধুরী কিছুদিন আগে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তার মৃত্যুর ফলে আজ সভাপতি পদে উপনির্বাচন হয়েছে।
নির্বাচনে কমিটির দশজন সদস্যের মধ্যে সাতজন সদস্য জাহানারা চৌধুরী শিরিন এর পক্ষে ভোট দেয়ায় তিনি সভাপতি নির্বাচিত হন।
মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।