শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ ও ব্যাংক এশিয়ার মাধ্যমে উনত্রিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা ভাতা প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 July 2020
আজকের সর্বশেষ সবখবর

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ ও ব্যাংক এশিয়ার মাধ্যমে উনত্রিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা ভাতা প্রদান

Link Copied!

পিন্টু অধিকারী, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শাহজাহানপুর ইউনিয়ন পরিষদে ও ব্যাংক এশিয়া লিমিটেড এর যৌথ তত্ত্বাবধানে শাহজাহানপুর ইউনিয়নের চলতি মাসে ১৭ তারিখ কার্যক্রম শুরু করে আজ ভাতা প্রদান শেষ করেন।

আজ ২৮/০৭/২০২০ইং তারিখ বিকাল ০২.০০ ঘটিকা হইতে ৬নং শাহজাহানপুর ইউনিয়নে ব্যাংক এশিয়া লিমিটেড এর মাধ্যমে সামাজিক দুরত্ত্ব বজায় রেখে ১নং থেকে ৯নং ওয়ার্ডে পর্যন্ত গত বছরে জুলাই মাস থেকে জুন মাস ২০২০ ইং এককালিন ১ বছরে একত্রে ৭৯ জন বয়স্ক ভাতা, ৪৫ জন’কে বিধবা ভাতা, ২৫০ জন’কে প্রতিবন্ধী ভাতা, মোট ২৯,৯৪,০০০/- (উনত্রিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা মাত্র) ভাতা প্রদান করা হয়।

 

ছবি: ইউনিয়ন পরিষদ ও ব্যাংক এশিয়ার মাধ্যমে ভাতা প্রদান

 

উপস্থিত ছিলেন ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের মেম্বার এনাম মিয়া। ব্যাংক এশিয়া অফিসার সালমান শাহ, ইউনিয়ন সমাজকর্মী ইয়াসমিন আক্তার ও উদ্যোক্তা বিষ্ণু সরকার। সালমান শাহ বলেন, পূর্বে ভাতা ভোগীদের নোয়াপাড়া থেকে ভাতা আনতে হতো। তবে ভাতা ভোগীদের সুবিধার্থে এখন থেকে ভাতা ভোগীরা শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ থেকেই ভাতা নিতে পারবেন।