এম.এ.রাজা : শায়েস্তানগর থেকে মশাজান পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়। এ নিযে এলাকাবাসী প্রায় ১৬০ জন লিখিতভাবে অভিযোগ দায়ের করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, দুর্নীতি দমন কমিশন ও এলজিডি বরাবরে ।কিন্তু অভিযোগের তদন্ত হওয়ার আগেই তড়িঘড়ি করে ঠিকাদার ও প্রকৌশলী মিলে পুনরায় কাজ শুরু করেছেন ।
এ বিষয়ে মূল আন্দোলনকারী মো কদর আলী, মো মালেক মিয়া, মো মিজানুর রহমান, মো রুবেল আমিন, মো জাহাঙ্গীর আলম জাহান, সৈয়দ মাহমুদ আমীম সাথে যোগাযোগ করলে তারা জানান,আমরা এ বিষয়ে কিছুই জানিনা,আমাদেরকে না বলেই কাজ শুরু করা হয়েছে। কিন্তু এলাকার লোকজন বিভিন্ন কথা বলাবলি করছে আমাদের সাথে নাকি ঠিকাদার ও প্রকৌশলীর মিচুয়াল হয়েছে মূল কথা হচ্ছে আমাদেরকে না বলেই কাজ শুরু করা হয়েছে ।
অথচ যেদিন কাজ শুরু হয়েছে ওই দিনই আব্দুল আহাদ নামের এক ব্যক্তি ফেসবুকে ছবিসহ পোস্ট করেন,পইলের রাস্তা নির্মাণের ১০ দিন যেতে না যেতেই ভেঙে যাচ্ছে সদ্য নির্মাণাধীন রাস্তা ।এই পোস্টটি একাধি মানুষ সে লাইক কমেন্ট ও শেয়ার এর মাধ্যমে একাত্মতা পোষণ করেন।
এর আগে গত ২৬ শে নভেম্বর পইল গ্রামে রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। এলাকাবাসীর অভিযোগ রাস্তা নির্মাণে মেগাটন করা হয়নি। বিটুমিনের মেশানো হচ্ছে প্রয়োজনের চেয়ে বেশি তিনগুণ কেরোসিন। পাথরের সাথে ডাস্ট এর জায়গায় মাটি মিশিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। বালির জায়গায় দেয়া হচ্ছে মাটি। দেয়া হয়নি গাইডওয়াল। হাতের ধাক্কায় উঠে যাচ্ছে রাস্তার পিচ,রাস্তা নির্মাণ হতে না হতেই উঁচু নিচু হয়ে যাচ্ছে। দেখা দিচ্ছে ছোট-বড় অসংখ্য গর্তের। রাস্তার জয়েনিংএ ভালো ভাবে দেয়া হচ্ছে না বিটুমিন।নির্মানাধীন নতুন রাস্তা এখনই অনেক জায়গায় ভেঙে যাচ্ছে,ঠিকমতো রুলার করা হয়নি।
যার জন্য নতুন রাস্তা দিয়ে বাড়ি যানবাহন গেলে রাস্তা দেবে যাচ্ছে। নির্বাণধীন নতুন রাস্তায় হাত দিয়ে পিচ উঠিয়ে মাটি পর্যন্ত গর্ত করা যায়। ঠিকাদারের এমন দুর্নীতি তদারকি করার দায়িত্বরত প্রকৌশলীরা দেখেও না দেখার ভান করছেন ।মাঝেমধ্যে প্রকৌশলীরা কাজ পরিদর্শনে নামে এলাকা ঘোরাঘুরি করে চলে যান বিনিময় টিকাদারের কাছ থেকে নেন মোটা অংকের উৎকোচ।একাধিক অভিযোগ থাকার পরেও উর্দ্ধতন কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে এলাকার সচেতন নাগরিক গত ২৯ শে নভেম্বর রোববার বাধ্য হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ।
গত ২৬ শে নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় পইল ইউনিয়ন অফিস সংলগ্ন রাস্তার পাশে মানববন্ধন করে পইল ইউনিয়ন সুশীল সমাজ এর ব্যানারে হাজার হাজার ছাত্র জনতা। মানববন্ধনটি একসময় বিক্ষোভ এ পরিণত হয়। সাবেক ইউপি সদস্য মোঃ মর্তুজ আলীর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,চন্দন মনি পাল, সভাপতি, গনিত ক্লাব মোঃ শরীফ উদ্দীন ( বিশিষ্ট মুরুব্বি) মোঃ আব্দুল আলী( বিশিষ্ট মুরুব্বি) মোঃ শাহ আলম ( বিশিষ্ট মুরুব্বি) মোঃ কদর আলী ( সমাজসেবক) সঞ্চালক মোঃ রুবেল মিয়া ও মোঃ মিজানুর রহমান। মোঃ জাহাঙ্গীর আলম, প্রতিষ্টাতা,গনিত ক্লাব ও সৈয়দ মাহমুদ আমীম, তত্বাবধায়ক তারুন্য সোসাইটি হবিগঞ্জ।
এতে যোগ দেন আশেপাশের এলাকার হাজার হাজার যুবক কিশোর সহ সব বয়সের সচেতন এলাকাবাসী । এসময় শ্লোগানে বলতে থাকেন চুরে চুরে মাসতুতো ভাই ঠিকাদার আর ইঞ্জিনিয়ার এর বিচার চাই। ওই হই রই রই রাডার দুলাল গেল কই ,দুর্নীতিবাজদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার এর বিচার চাই বিচার চাই, দুর্নীতিবাজ যেই হোক এই বাংলায় ঠাই নাই ,এরকম স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা ইউনিয়ন অফিসের সামনে থেকে নাজিরপুর পর্যন্ত এসে রাস্তার চলমান কাজ বন্ধ করে দেন।
এ সময় তারা বলেন আগে সঠিক তদন্ত হবে তারপরে কাজ চলবে এইরকম অনিয়মের কাজ চলতে দেয়া যাবে না ।যে কাজ করা হয়েছে সেগুলো আবার পুনরায় করতে হবে এবং বাকি যে কাজ এখনো করার বাকি আছে তা শতভাগ স্বচ্ছতার সাথে করতে হবে ।এর আগেও একবার গত ২২ শে নভেম্বর রবিবার পইল দেব পাড়ায় তিন থেকে চার শত মানুষ মিলে বিক্ষোভ করেছিল।