শায়েস্তানগরে চাঁদা না দেয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 21 July 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তানগরে চাঁদা না দেয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত

Link Copied!

 

এম.এ.রাজাঃ শায়েস্তানগর থেকে পইল রোডে যতগুলো টমটম গাড়ি চলে সব গুলো থেকে ২০’টাকা করে চাঁদা উঠানো হয়। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে সিরিয়াল দেয়ার নাম করে শায়েস্তানগর তেমুনিয়ায় ২০ টাকা করে প্রতি গাড়ি থেকে চাঁদা উঠানো হয়। এছাড়াও যদি কেউ রাস্তার মধ্যে থেকে একজন প্যাসেঞ্জার ওঠায় সেজন্য তারা দাবি করে একশ থেকে দেড়শ টাকা অতিরিক্ত চাঁদা হিসেবে। আর যদি কেউ এই পরিমাণ চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের ক্যাডার বাহিনী দ্বারা করা হয় অমানবিক নির্যাতন।

পইল গ্রামের মোঃ লিটন মিয়া নামের এক ব্যক্তির পাঁচটি টমটম নিয়মিত পইল রোডে চলে এবং দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ২০ টাকা করে চাঁদা দিয়ে আসছে। মাঝে মধ্যে লিটন তার গাড়ি দিয়ে রিজার্ভ করে পইল নতুন বাজারের ব্যবসায়ীদের মাল হবিগঞ্জ শহর থেকে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় আজ ২১শে জুলাই রোজ মঙ্গলবার বেলা ১১ টার সময় শহর থেকে রিজার্ভ টিপ নিয়ে পইল নতুন বাজার যাচ্ছিল। শায়েস্তানগর মসজিদের কাছে গেলে সিরিয়াল ম্যান আমিরের ছেলে বশির মিয়া ১০০ টাকা চাঁদা দাবি করে লিটনের কাছে, লিটন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমীরের ছেলে বশির, আঃ রহমানের ছেলে কামাল মিলে লিটনকে রড দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে এক সময় লিটন আহত হয়ে মাটিতে পড়ে গেলে লিটনের পকেটে থাকা ৮ হাজার টাকা এবং গলায় দেড় ভরি ওজনের একটি রুপার চেইন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে আহত লিটনকে উদ্ধার করে স্বজনরা সদর হাসপাতালে নিয়ে আসে।

জানা যায়, শায়েস্তা নগর খোয়াই নদীর পাড়ের বাসিন্দা সিরিয়াল ম্যান আমিরের ৩-৪ ছেলে মিলে নিয়মিত এই চাঁদাবাজি করে আসছে। এছাড়াও এই চাঁদা উঠানো তে সহযোগিতা করে শায়েস্তানগর খোয়াই নদীর পাড়ের বর্তমান বাসিন্দা আব্দুর রহমানের ছেলে কামাল।

 

ছবি: আহত মোঃ লিটন মিয়া

 

এ বিষয়ে আমরা যোগাযোগ করেছি সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

এ বিষয়ে আমরা কথা বলেছি সিএনজি ম্যানেজার পারভেজ কামালের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন পূর্বে তারা সিএনজি থেকে মাসোয়ারা উঠাতেন বর্তমানে করোনার জন্য চার পাঁচ মাস যাবত এই মাসোয়ারা বন্ধ আছে। অথচ এ দুর্যোগকালীন সময়ে একদিনের জন্যও বন্ধ হয়নি টমটম থেকে চাঁদাবাজি।