শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের মাসোহারা বানিজ্যের তদন্ত শুরু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 27 September 2024

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের মাসোহারা বানিজ্যের তদন্ত শুরু

Link Copied!

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের মাসোহারা বানিজ্যের সংবাদ প্রকাশের পর ঘটনার তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষ। সিলেট হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ শহিদ উল্লা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর ‘মহাসড়কে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক আমার হবিগঞ্জ। পত্রিকায় সংবাদ প্রকাশের পরই টনক নড়ে কর্তৃপক্ষের। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে ঘটনার সাথ জড়িত দুই ব্যক্তির পুরো পরিচয়। তদন্ত সুত্র জানা যায়, শায়েস্তাগঞ্জ কুটিরগাও এলাকার আবুল হোসেনের পুত্র সবুজ মিয়া (৫০) এবং চুনারুঘাট উপজেলার দর্গাপুর এলাকার বাদল দাসের পুত্র বাধঁন দাস (৩৫) কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, তদন্ত চলছে। কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে দীর্ঘদিন ধরে চাঁদা উত্তোলন করছিল একটি চক্র। শায়েস্তাগঞ্জ থানার মুন্সি পরিচয়ে এ চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন বাধঁন দাস এবং ট্রান্সপোর্ট ব্যবসায়ী সবুজ মিয়াসহ আরও কয়েকজন।

 

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়