স্টাফ রিপোর্টার :: শায়েস্তাগঞ্জ উপজেলার নরপুর ইউনিয়নের মহিলা মেম্বার মোছাঃ রাবেয়া বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য,পূর্বেই ইট সলিং রাস্তা থাকার পরও তা মাটির রাস্তা দেখিয়ে স্কিম তৈরি করে এক লাখ টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগ উঠেছে রাবেয়া বেগম নামের এক নারী ইউপি সদস্য বিরুদ্ধে। আরো অভিযোগ, তিনি পুরনো রাস্তাকে সামান্য সংস্কার করে নতুন রাস্তা তৈরি করা হয়েছে বলে বিল দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের লেছু মিয়ার (মৃত) ছেলে মামুন মিয়ার বাড়ির পাশের মাটির রাস্তাটি ইট সলিং করার জন্য এডিবির একটি স্কিম তৈরি করা হয়েছিল। কিন্তু সম্প্রতি ওই ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান সাময়িক বরখাস্ত হলে সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রাবেয়া ওই গ্রামের আছকির মিয়ার ছেলে মামুন মিয়ার বাড়ির পাশের রাস্তাটিকে স্কিম হিসেবে দেখিয়ে প্রকল্প কমিটি গঠন করেন। অথচ ওই রাস্তাটি ইট সলিং করা হয়েছে অনেক আগেই। ইউপি সদস্য রাবেয়া পুরনো রাস্তায় সামান্য কিছু সংস্কার করে এক লাখ টাকা বরাদ্দের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বিল দাখিল করেছেন।
উক্ত বিলটি উঠানোর জন্য তিনি দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। পরবর্তীতে রাবেয়ার দুর্নীতি এলাকাবাসীর চোখে পড়লে,এলাকাবাসী হবিগঞ্জ সদর উপজেলা ইউএনও বরাবর রাবেয়ার বিরুদ্ধে লিখিত আবেদন করেন।
এ বিষয়ে মহিলা মেম্বার রাবেয়া বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি আনীত অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে আমরা আরও কথা বলেছি উপজেলা সহকারী ইঞ্জিনিয়ার ওবায়দুল বাশার এর সাথে তিনি আমার হবিগঞ্জ প্রতিনিধিকে জানান, রোকেয়া বেগমের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। ইতিপূর্বে রাবেয়া বেগমের বিরুদ্ধে কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় নিউজ এসেছে।