ঢাকাTuesday , 17 October 2023
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জ থানার ওসি চাঁদাবাজির অভিযোগে বরখাস্ত : রংপুর রেঞ্জে বদলি

এম এ রাজা
October 17, 2023 6:54 pm
Link Copied!

শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের জন্য তিন কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী পোস্টিং এ তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার (১৬ অক্টোবর) এই আদেশ এসেছে।

এতে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামালকে সাময়ির বরখাস্তের পাশাপাশি রংপুর রেঞ্জে সংযুক্তের আদেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক জানান, শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের জন্য তিন কোম্পানির কাছে সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে।

এরপরই হবিগঞ্জের পুলিশ সুপার তিন সদস্যের এই কমিটি গঠন করেন। এতে মো. শামসুল হককে প্রধান করা হয়। গত ১৪ অক্টোবর এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইও ১ মোহাম্মদ রফিকুল ইসলাম।