শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গাজা সহ হাতেনাতে গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হল শায়েস্তাগঞ্জ উপজেলার রেলস্টেশন দাউদনগর এলাকার বাসিন্দা মৃত আলীর ছেলে মোঃ জাহিদ আলী((২৫),দরিয়াপুর নিবাসী মৃত আজগর আলীর ছেলে মোঃ তাউস(৩০), সিরাজগঞ্জের বড় দুগলী এলাকার বাসিন্দা জিলহক শেখ এর ছেলে মোঃ রবিউল ইসলাম(৩০) কে গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করেন। শায়েস্তাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ ভূইয়া নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,হবিগঞ্জ কর্তৃক আয়োজিত রেইডিং টিম অভিযান পরিচালনা করে।