শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 2 April 2024

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

এম এ রাজা
April 2, 2024 10:07 am
Link Copied!

শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মাওলানা শফিকুর রহমান সিদ্দিকী(৫৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় দিকে উপজেলার কুতুবেরচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শফিকুর রহমান সিদ্দিকী বাসা থেকে বের হয়ে রেলপথ ধরে হাট ছিলেন পথিমধ্যে কুতুবেরচক এলাকায় পৌছলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।

নিহত সিদ্দিকী হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের হাজী সিদ্দিক মুন্সীর ছেলে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আহমেদ বিষয়টির সতত্যা নিশ্চিত করে বলেন, নিহত শফিকুর রহমান সিদ্দিকী কানে কম শুনতেন। ট্রেন হরন দেয়ার পরও উনি রেললাইন থেকে সরে যাননি। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছি ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়