শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডোরায় জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধের জের ধরে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য, যুবলীগ ও জাপা নেতাসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী।বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের মমিন মিয়ার স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে মামলাটি করেন। হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফখরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর করে মামলা রুজুর নির্দেশ প্রদান করেন।
মামলায় অভিযুক্ত আসামিরা হলো- ব্রাহ্মণডোরা গ্রামের সুমন মিয়ার স্ত্রী ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রেখা আক্তার (৩৫), ওয়াফিজ উদ্দিনের ছেলে ব্রাহ্মণডোরা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি, জালাল উদ্দিন রুয়েল (৪২), রমজান মিয়ার ছেলে মিজান মিয়া (৩৮), মজনু মিয়া (৩০) ও সাইফুল মিয়া (২৫), মৃত হাজী চান্দ আলীর ছেলে ব্রাহ্মনডোরা জাতীয় পার্টির সভাপতি আছকির মিয়া (৫৮), মৃত লাল মিয়ার ছেলে রমজান মিয়া (৫৭)।
মামলা সুত্রে জানাযায়, ১৯৮৮ সনে রমজান মিয়ার বসত বাড়ি থেকে ৪শতক ভূমি ক্রয় করেন পারভীন বেগমের স্বামী মমিন মিয়া। সমস্ত টাকা নেয়ার পরও উক্ত ভূমি রেজিস্ট্রি করে দেয়নি রমজান মিয়া। দেই দিচ্ছি বলে অদ্যবদি কালক্ষেপন করে আসছে। এনিয়ে সামাজিক বিচার সালিশেও রেজিস্ট্রি করে দেয়ার কথা বলেও আর দেয়নি। ভূমি রেজিস্ট্রির কথা বললেই মারধর, হুমকি দিয়ে আসছে রমজান ও তার লোকজন। এনিয়ে তাদের সাথে আদালতে মামলাও চলমান রয়েছে।
গত পহেলা এপ্রিল দুপুরে নারী সদস্য রেখা আক্তার ও যুবলীগ নেতা জালাল উদ্দিন রুয়েল তার দলবল নিয়ে মমিন মিয়ার বাড়িতে গিয়ে গালাগাল করতে তাকে। মমিন মিয়ার স্ত্রী পারভীন বেগম ঘর থেকে বের হয়ে কারন জানতে চাইলে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে ।
এক পর্যায় তর্ক-কিতর্কের মধ্যে নারী সদস্য রেখা আক্তার যুবলীগ নেতা জালাল উদ্দিন রুয়েলকে হুকম দিয়ে বলে শালীর বেটিকে প্রাণে মেরে ফেলো। এসময় জালাল উদ্দিন রুয়েলসহ অনান্য আসামীগণ পারভীন বেগমকে লোহার রড দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে। এসময় পারভীন বেগম মারাত্মক রক্তাক্ত জখম হয়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে পারভীন বেগমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে তার হাত, মাথায় ১৬টি সেলাই করে কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে দেখা দিয়েছে ক্ষোভ। এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করলে ইউপি নারী সদস্য রেখা আক্তার ও যুবলীগ নেতা জালাল উদ্দিন রুয়েলের ফোন বন্ধ পাওয়া যায়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, মামলা দায়েরের বিষয়টি শুনেছি কিন্তু এখনো আদালত থেকে কোন আদেশের কপি আসেনি। আদেশের কপি পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।