শায়েস্তাগঞ্জ উপজেলা র লাদিয়া মৌজায় তৃতীয় পর্যায়ে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মাণাধীন গৃহসমূহ পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান । মঙ্গলবার(২৫জানুযারি) দুপুরে পরিদর্শনে আসেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ঘর তৈরীর ক্ষেত্রে প্রতিটি স্টেপ এবং কাজের গুনগত মান পর্যবেক্ষণ করেন। ঘর তৈরীর প্রতিটি ধাপ যেন যথাযথভাবে প্রতিপালন করা হয় সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মিন্টু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, শায়েস্তাগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি), শায়েস্তাগঞ্জ সহ অন্যান্য কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া উত্তরণ, শেভরণ ও Swisscontact এর যৌথ উদ্যোগে আয়োজিত “Electrical Installations & Maintenance” বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান ।