‘শায়েস্তাগঞ্জ-অলিপুর-সুতাং বাজার’ এলাকার মহাসড়কে অবাধে চলছে সিএনজি অটোরিকশা। দূরপাল্লার ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে দিনে-রাতে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব তিন চাকার অবৈধ গাড়ীগুলো। নিরাপদ যাত্রায় তিন চাকার যানই বড় বাধা বলে মনে করেন চালক ও যাত্রীরা। মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাকসহ বড় যানের চালক ও মালিক বরাবরই এসব তিন চাকার যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
স্থানীয় সুত্র জানায়, শায়েস্তাগঞ্জ থেকে মহাসড়ক হয়ে অলিপুর শিল্প এলাকা, সুতাং বাজার, শাহজি বাজারসহ আরও কয়েকটি এলাকায় তিন চাকার যানের দেখা মেলে। কোথাও ‘টোকেন’ আবার কোথাও ‘লাইন খরচ’ দিয়ে মহাসড়কে চলছে এসব যানবাহন। তিন চাকার সিএনজি অটোরিকশার মধ্যে বেশীর যানগুলো ব্যবহৃত হয়ে থাকে প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক পরিবহনে। ভোর রাতে এবং দিনের শেষ সময়ে শায়েস্তাগঞ্জ থেকে অলিপুরে এসব গাড়ি বেশী চলাচল করে।
এ ছাড়াও শায়েস্তাগঞ্জ পার্কি এলাকা ‘সিএনজি স্ট্যান্ড’ থেকে শায়েস্তাগঞ্জ টু অলিপুর শিল্প এলাকা, শায়েস্তাগঞ্জ টু সুতাং বাজার, শায়েস্তাগঞ্জ টু শাহজি বাজার এলাকায় দৈনিক প্রায় ২’শ সিএনজি অটোরিক্সা চলাচল করে। অনুসন্ধানে জানা যায়, গত ১ বছরে শায়েস্তাগঞ্জের মহাসড়কের ওই এলাকাতে প্রায় ২ডজন সড়ক দূর্ঘটনা ঘটেছে। গত ১৫ নভেম্বর বুধবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-সুরাবই নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া (৩৮) নামে এক চালক নিহত হন।
এ ঘটনায় আহত হন আরও দুইজন। নিহত চালক উপজেলার বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর পুত্র। ১৬ আগস্ট ২০২১ এ একই এলাকার নছরত পুরে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিক্সার চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলে নিহত হন। সিএনজি অটোরিক্সা চালকদের বেশীরভাগই অদক্ষ, নিষিদ্ধ তিন চাকার এই যান বারবার লেন পরিবর্তন করার ফলে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। এমনটাই অভিযোগ সাধারণ যাত্রী ও স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক মহাসড়কে সিএনজিচালিত অটোরিক্সার এক চালক জানান, ‘প্রতি মাসে নির্দিষ্ট টাকার ‘টোকেন’ নিয়ে মহাসড়কে অটোরিক্সার চালাতে হয়। এই টোকেনের একটা বিরাট অংশ চলে যায় কতিপয় লোকদের পকেটে। তাই তারাও নির্বিঘেœ যাত্রী পরিবহন করছেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ ছালেক মিয়া জানান, তার জানামতে শায়েস্তাগঞ্জ পার্কিং এলাকা থেকে মহাসড়কে কোন সিএনজি অটোরিক্সা চলাচল করে না।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, শায়েস্তাগঞ্জ থেকে মহাসড়ক হয়ে ‘সিএনজি স্ট্যান্ড’ টু ‘সিএনজি স্ট্যান্ড’ কোন সিএনজি চলাচল করে না। তবে জ্বালানি গ্যাস সংগ্রহে ফিলিং স্টেশনে যায়।