শহরে সরকারি খাল ভরাট ॥ জেলা বাপা নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 23 September 2024

শহরে সরকারি খাল ভরাট ॥ জেলা বাপা নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন

Link Copied!

হবিগঞ্জ শহরের কালিগাছতলা এলাকার বাইপাস সড়ক সংলগ্ন সরকারি খাল ভরাটের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দ। এ সময় তারা খাল ভরাটের খোঁজখবর নেন ও এলাকাবাসীর সাথে কথা বলেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে বাপা নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, উল্লিখিত খালটির এক পাশে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের একটি সাইনবোর্ড টানানো আছে। সাইনবোর্ডে খালটিকে সরকারি সম্পত্তি ও এটিতে কোনও প্রকার স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞার কথা বলা আছে।

বাপা নেতৃবৃন্দ দেখতে পান, বিশাল আয়তনের খালটির প্রায় এক চতুর্থাংশ ইতোমধ্যে মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে তারা জানতে পারেন, কালিগাছতলা এলাকার বাসিন্দা ও বর্তমানে আমেরিকা প্রবাসী সুনীল বণিকের লোকজনের দ্বারাই মাটি ভরাটের কাজ চলছে। এলাকাবাসী খালটি ভরাট হয়ে গেলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কার কথাও জানান।

পরিদর্শনকালে বাপা’র প্রতিনিধি দলে ছিলেন বাপা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, নির্বাহী সদস্য এডভোকেট বিজন বিহারী দাস ও যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন। একই সময় ঘটনাস্থল পরিদর্শনে যান পৌর কাউন্সিলর সালাহউদ্দিন টিটু, পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের দুই পরিদর্শক হরিপদ চন্দ্র দাশ ও মোঃ গোলাম সামদানী এবং পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ ইব্রাহিম আলী।

এ সময় কাউন্সিলর সালাহউদ্দিন টিটু জানান, গত দু’দিন আগে এই সরকারি খাল ভরাটের খবর পাই। এরপর স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনগুলোকে খবর দিই। এ অবৈধ ভরাট ও দখলের প্রক্রিয়া বন্ধ করতে হবে। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হরিপদ চন্দ্র দাশ বলেন, আমরা খালটি ভরাটের জন্য দায়ী ব্যক্তিদের খোঁজ করছি। তাদেরকে নোটিশ দেওয়া হবে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়