হবিগঞ্জ শহরের যশের আব্দায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে প্রাণনাশের হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় জিডি করেছেন তিনি।
জানা যায়, ঝিটকা গ্রামের মৃত আনোয়ার মিয়ার পুত্র বর্তমানে যশের আব্দা এলাকায় বসবাসকারী জুয়েল মিয়া (৩২) ও রুবেল মিয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ী ও অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। তারা ওই এলাকায় মাদক বিক্রি করে যুবসমাজ ধ্বংস করে দিচ্ছে।
সাংবাদিক জীবন ও তার আত্মীয় স্বজনরা এর প্রতিবাদ করলে জুয়েল ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। গত শনিবার (৭মে) বিকেরে যশেরআব্দা মাঠে জুয়েলের ছোট ভাই আসামি রুবেল (২৫) গাঁজা সেবন করছিল।
এ সময় সাংবাদিক জীবনের চাচাতো ভাই সাজন মিয়া (১৪), যশেরআব্দা মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবাদ করলে রুবেল ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাকে একা ফেলে হত্যা করবে বলে হুমকি দেয়। বিষয়টি সে সিরাজুল ইসলাম জীবনকে জানালে জুয়েল ও রুবেলকে বিষয়টি জিজ্ঞাসা করেন সাংবাদিক জীবন। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং জীবনকেও প্রাণে হত্যার হুমকি দেয়। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।