সিএনজি চালিত অটো রিক্সার ধাক্কায় তিন ব্যক্তি আহত হয়েছে । এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। বাকিরা পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শহরের শায়েস্তানগর এলাকার এবি ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ওই যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। বাকি দুইজন রবি মোবাইল নেটওয়ার্ক এ আউটসোর্সিং হিসাবে চাকরি করেন । সুমন ও আলম নামের আহত দুই ব্যক্তির বাড়ি বগুড়ায়।
প্রত্যাদর্শীরা জানান,শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জের দিকে আসা সিএনজি চালিত অটোরিকশাটি বেপরোয়া গতিতে শহরে প্রবেশ করছিল এসময় রাস্তার বাম পাশ দিয়ে গুরুতর আহত ওই যুবক বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎই অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবককে ধাক্কা দিয়ে অটোরিক্সাটি দুমড়েমুছড়ে যায়।
এতে ওই দুই যুবকসহ অটো রিক্সার ভিতরে থাকা আরও দুই যাত্রী আহত হন। দুর্ঘটনার পরে গাড়ি রেখে সিএনজি চালক পালিয়ে যায়।