মোঃ খায়রুল ইসলাম সাব্বির : হবিগঞ্জ শহরে প্রশাসনের অভিযান ডায়াগনস্টিক সেন্টার সহ কাপড়ের দোকান এবং সরকার প্রদত্ত স্বস্থ্যবিধি না মানায় ও রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে মোট ৪ টি অভিযানে ১ লক্ষ ৫৩ হাজার জরিমানা করা হয়েছে।
জানা যায়, শহরের হসপিটাল এলাকায় নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফিজিওথেরাপি সেন্টারে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গোপন সংবাদে ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়।

ছবি : বিভিন্ন অনিয়মের অভিযোগ নিউ লাইফ ডায়াগনস্টিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
ডাক্তার পদবী না থাকা সত্ত্বেও ব্যবহার করেন এমন সাইনবোর্ড ও ঘষামাজা মূল্য তালিকা প্রদর্শন, ল্যাবটেস্ট যথাযথভাবে সম্পন্ন না করা এবং দায়িত্বশীল মেডিক্যাল প্র্যাকটিশনারের অনুপস্থিতি ইত্যাদি অভিযোগে ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অন্য দিকে আরেকটি অভিযান পরিচালনা করে শহরের রাজনগর এলাকায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যালয়ের বিপরীতে বালু ও পাথর রেখে রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে এক ঘন্টার মধ্যে উক্ত মালামাল স্থানান্তরের নির্দেশ দেয়া হয়।

ছবি : শহরে একটি কাপড়ের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান
এছাড়াও শহরের বিভিন্ন স্থানে অবৈধ রেজিস্ট্রেশনবিহীন টমটম চালনা, মাস্ক পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বোঝাই করে অটোবাইকে আরোহণ এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০২ টি মামলায় এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও প্রায় শতাধিক ব্যক্তিদের ততক্ষণে মাস্ক ক্রয় করে পরিধানে উদ্ভুদ্ধ করা হয়।
এছাড়াও শহরে ঘাটিয়া বাজার এলাকায় বাধন ও প্রিয় ছিটঘরকে কাপড় পরিমাপে মিটারস্কেল ব্যবহার না করায় মোট দুই প্রতিষ্টান কে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মোঃ রেজা এবং সার্বিক সহযোগিতায় মেডিক্যাল অফিসার ডাঃ ওমর ফারুক ও পরিদর্শক বিসএসটিআই মোঃ মাসুদ রানা।