শহরে টমটম মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : আহত ৪ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 29 September 2024

শহরে টমটম মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : আহত ৪

এম এ রাজা
September 29, 2024 9:51 am
Link Copied!

হবিগঞ্জে বেপরোয়া ব্যাটারি চালিত টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেনু ঘোপ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় টমটমে থাকা আরও ৪ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। রেনু ঘোপ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মৃত্যুবরণ করে। সে সদর উপজেলার গ্রাম শিয়াল দাড়িয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে শহরের শায়েস্তানাগর গাউছিয়া মাদ্রাসার পাশে টম টম মোটরসাইকেল সংঘর্ষ হয়। এ সময় রেনু ঘোষ গুরুতর আহত হয়। করে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত ওপর ৪ যাত্রীকে থেকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়