হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে চুরির অভিযোগে ৫জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হল শহরের খোয়াই নদীর পাড় দুলাল নগর এলাকার বাসিন্দা ছোট মিয়ার ছেলে আকাশ মিয়া (২০), চৌধুরী বাজার নাজমুল কলোনির বাসিন্দা আলমগীরের ছেলে নয়ন মিয়া (২০), দুলাল নগর কুতুব মিয়ার কলোনি বাসিন্দা মঞ্জিল মিয়ার মিল্লাদ মিয়া (২৮), মেদনগর (মোড়ল হাটি), বাসিন্দা রইছ আলীর হৃদয় মিয়া (২৫),।
পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে চোরাই যাওয়া তেল বানিয়াচং উপজেলার নতুন বাজার “অনিকা এন্ড অনিক ভেরাইটিজ স্টোর” নামক দোকানের মালিক আসামী অলি মিয়ার নিকট বিক্রি করেছে।
জানা যায়, গত ১৪ এপ্রিল রাত অনুমান ২টার দিকে হবিগঞ্জ পৌরসভার চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্টস্থ “মেসার্স রাধা বিনোদ মোদক” নামক মুদি মালের দোকানের মালিক রঞ্জিত মোদক (৪৫) এর চৌধুরী বাজার কিবরিয়া ব্রীজ সংলগ্ন বেনু মাধব রায় এর গোদাম ঘর হইতে ২ লিটারি রূপচাঁদা সয়াবিন তেল এর ১৭টি কার্টনে (১৮X ১৭)=৩০৬ লিটার সয়াবিন তেল, যার মূল্য অনুমান (৩০৬X১৬০)= ৪৮,৯৬০/- টাকার তৈল চুরি করে নিয়ে যায়।
বিষয়টি হবিগঞ্জ সদর থানাকে অবগত করলে পুলিশ অভিযান চালিয়ে বানিয়াচং এর নতুন বাজার থেকে অলি মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর বাদি লিখিত এজাহার দায়ের করেন।এরই প্রেক্ষিতে সদর মডেল থানার মামলা নং-২০, তারিখ-১৮/০৪/২৪খ্রি. ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আসামী হৃদয় মিয়া (২৫) ও অলি মিয়া(৩৩) বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।