হবিগঞ্জ শহরে চলাচলকারী পৌরসভা ও পৌরসভার বাহিরের সকল অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদানের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারী) রাতে শহরের পৌদ্দারবাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের পৌদ্দারবাড়ি আঞ্চলিক কমিটির সভাপতি আরব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গনি মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক জাফর আলী, প্রবীন শ্রমিকনেতা আলাউদ্দিন মিয়া, আলম বাজার আঞ্চলিক কমিটির সভাপতি জাহির মিয়া, উমেদনগর আঞ্চলিক কমিটির সভাপতি তৌহিদ মিয়া, ইনাতাবাদ আঞ্চলিক কমিটির সভাপতি রইছ আলী, ধল আঞ্চলিক কমিটির সভাপতি আমদু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সহ-দফতর সম্পাদক ইসমাইল হোসেন মিন্টু, জাহির মিয়া, কদর আলী, লিটন মিয়া, চান্দু মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন, হবিগঞ্জ শহরে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিক্সা শ্রমিকদের সিংহভাগই পৌরসভার বাহিরের নাগরিক। যদি পৌরসভার নাগরিকতার ভিত্তিতে নাম্বার প্লেইট প্রদান করা হয়, তাহলে সাধারণ শ্রমিকরা বঞ্চিত হবেন এবং কর্ম হারাবেন।
বক্তারা একারণে হবিগঞ্জ শহরে চলাচলকারী সকল অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদানের জন্য জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের প্রতি আহবান জানান।