শহরের রাধা-বিনোদ শপিং কমপ্লেক্সে “বেবী হাউজ” এর শুভ উদ্বোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

শহরের রাধা-বিনোদ শপিং কমপ্লেক্সে “বেবী হাউজ” এর শুভ উদ্বোধন

Link Copied!

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের আরকে মিশন রোডস্থ রাধা-বিনোদ শপিং কমপ্লেক্সে “বেবী হাউজ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এই বেবী হাউজের উদ্বোধন করেন সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।

 

ছবি: উদ্বোধন করেন চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আবু হাসিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট এনামুল হক সেলিম, হবিগঞ্জ জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি রোটারিয়ান সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, ব্যকস সভাপতি শামসুল হুদা, সর্দার এমএ মান্নান, রা ধা বিনোদ শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী রঞ্জিত মোদক, বিপ্লবী ট্রেডার্সের স্বত্বাধিকারী মিহির লাল রায়, কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার আঃ হান্নান চৌধুরী, বাস মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনু, বিশিষ্ট ব্যবসায়ী আবদাল চৌধুরী, আঃ কাদির, রকিবুল ইসলাম, শফি উল্লাহ, আঃ হেকিম, মুদুল রায়, তুহিন খান, শামীম আহমেদ, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, বিপ্লব রায় সুজন, শোয়েব চৌধুরী, সিরাজুল ইসলাম, নাজমুল হাসান বাদশা, আমিনুল ইসলাম ফয়সল, দুলাল মিয়া, আঃ জলিল, ইছাক, মন্নান, নুরুজ্জামান প্রমূখ।