শহরের বিভিন্ন হাসপাতাল'কে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 5 August 2020
আজকের সর্বশেষ সবখবর

শহরের বিভিন্ন হাসপাতাল’কে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা

Link Copied!

জি কে ইউসুফ : হবিগঞ্জে ব্যাঁঙের ছাতার মত যত্রতত্র গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার। এদের অনেকেরই নেই প্রয়োজনীয় কাগজপত্র। মানা হয়নি সরকারি নীতিমালা সহ তাদের বিরুদ্ধে রয়েছে নানান ধরনের অভিযোগ। এমনকি সেবার মান ও পরিবেশ নিয়ে ক্ষোভ রয়েছে ভুক্তভোগীদের।

 

ছবি: মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সামসুদ্দিন মোহাম্মদ রেজা

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়। আজ (০৪ আগষ্ঠ) জেলা প্রশাসনের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সামসুদ্দিন মোহাম্মদ রেজার পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে শহরের বিভিন্ন হাসপাতালে মোবাইল কোর্টের মাধ্যমে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়।

জানা যায়, শহরের শায়েস্তানগর রোডে এভারগ্রীন ডায়াগনষ্টিককে লাইসেন্স না থাকায় ৫,০০০/- টাকা এবং কোর্টস্টেশন রোড এলাকার হবিগঞ্জ হসপিটালকে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, পরীক্ষা ছাড়া ভুয়া টেস্ট ও দায়িত্বশীল মেডিক্যাল প্র‍্যাক্টিশনার অনুপস্থিতি ইত্যাদির অভিযোগে ৫০,০০০/- অর্থদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক। এসময় ভুয়া টেস্টের পরীক্ষাগার বন্ধ করে দেয়া হয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।