দুর্গা পুজায় যাতে হবিগঞ্জ শহরে কোনো যানজট তৈরি না হয় তার জন্য ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা কমিটির ১০ জনের একটি স্বেচ্ছাসেবক টিম বৃহস্পতিবার (১০অক্টোবর) থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে। পয়েন্ট গুলোর স্বেচ্ছাসেবক টিম পরিচালনা করছেন সংগঠন হবিগঞ্জ জেলার সহসভাপতি সামছুর রহমান।
সংগঠনে জেলা সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাফর আলীর নেতৃত্বে ১০ জনের আরেকটি মবিং স্বেচ্ছাসেবকটিম বৃহস্পতিবার থেকেই বিভিন্ন সড়কে যানযট নিয়ন্ত্রনে ভূমিকা রাখছে এবং স্বেচ্ছাসেবক টিমের সার্বিক কার্যক্রম পরিদর্শন করছেন। এ কার্যক্রম বিসর্জনের দিন পর্যন্ত চলবে ।
টিম গুলোতে আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি বারিক মিয়া,শংকর শূক্লবৈদ্য,সঞ্জিব আলী সিনিয়র সদস্য আরব আলী,জাহির মিয়া,তৌহিদ মিয়া,ওয়াদুদ মিয়া,সুহেল মিয়া,মিন্টু মিয়া,সাহেব আলী,সিদ্দিক আলী,রফিক মিয়া,বিলাল মিয়া,সাফুল মিয়া,দ্বিরাজ ঋষি,জাকির, প্রমূখ।