শহরের উত্তর শ্যামলীতে দিন দুপুরে ডাকাতি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 24 August 2020
আজকের সর্বশেষ সবখবর

শহরের উত্তর শ্যামলীতে দিন দুপুরে ডাকাতি

অনলাইন এডিটর
August 24, 2020 3:18 am
Link Copied!

ছবি: বাসায় চুরি হওয়া আলামত।

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের উত্তর শ্যামলীতে দিন দুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। এতে করে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

জানা যায়, গতকাল রবিবার হবিগঞ্জের আবাসিক এলাকার উত্তর শ্যমলির সেলিম চৌধুরীর বাসভবনে দিন দুপুরে চুরি সংগঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার সেলিম চৌধুরী স্ত্রী ও পুত্র নবীগঞ্জ আত্বীয়র বাড়ীতে বেড়াতে আসেন।

পরের দিন রবিবার সকাল বেলা বাসা থেকে বেড়িয়ে সেলিম চৌধুরী কর্মস্থলে চলে যান। সেই সুযোগে চোর চক্র সুযোগ বুঝে বাসার পিছনের জানালা ভেঙে ঘরে ডুকে মূল্যবান স্বর্ণ অলংকার সহ নগদ টাকা পয়সা নিয়ে যায়।

বিকেলে স্ত্রী পুত্র বাসায় ফিরলে চুরি হওয়ার আলামত দেখতে পান। এর মধ্যে আলমারির তালা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল সহ প্রায় ৫ লাখ টাকার মূল্যবান জিনিষপত্র নিয়ে যায় চোর চক্র। দিন দুপুরে চুরি সংঘটিত হওয়ায় এলাকার মানুষ আতংকিত ।

এ সময় একদল পুলিশ ঘটনাস্থল এসে চুরি হওয়া বাসাটি পরিদর্শন করে যান।