শহরের অনন্তপুর এলাকায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে আহত ৫ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 14 August 2020
আজকের সর্বশেষ সবখবর

শহরের অনন্তপুর এলাকায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে আহত ৫

অনলাইন এডিটর
August 14, 2020 2:02 am
Link Copied!

 

ছবি: আরফিন চৌধুরী রনি ও আহত শওকত আহমদ।

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

গতরাত আনুমানিক ৯ টার সময় আমি ও জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এ মাহফুজ ও ছাত্রলীগ নেতা বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ হবিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক, আরফিন চৌধুরী রনি সহ দলীয় প্রোগ্রাম করে বাসায় ফেরার সময় এলাকায় ছেলেদের মধ্যে ঝগড়া করতে দেখতে পায় তখন আমি উভয়পক্ষকে ফিরিয়ে দিয়ে বাসায় ফিরে যাওয়ার কথা বলা হয় এ সময় একদল দুর্বৃত্ত তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এবং রামদা দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে তাদের অনেকেই সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের কে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসা দেয়া শুরু হয় এবং চিকিৎসাধীন আছেন।

এব্যাপারে জেলা কৃষকলীগের জয়েন্ট সেক্রেটারি এম এ মাহফুজের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমাদের স্থানীয় অফিসে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে ওয়ার্ড কৃষক লীগ অফিসে অনুষ্ঠান করা অবস্থায় আমাদের একজন কর্মীকে যুবদলের জসিম নামে একটি ছেলে আমাদের কর্মীকে ডেকে নিয়ে যায়। পরে তাকে বেধরক মারপিট করলে আমরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি খারাপ হয়ে যায়।

পরে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মোঃ শওকত মিয়া মারামারি ফিরাতে গেলে তাকেও আঘাত করা হয় এবং কয়েক জন কর্মী আহত হন।

এ ব্যাপরে পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মোঃ শওকত মিয়া জানান আমি অসুস্থ থাকার কারনে কোন মামলা করিনি। তবে কয়েক দিনের ভিতরে থানায় মামলা করবো।