হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে আগুনে পুড়ে ৩টি দোকান ছাই হয়ে গেছে। এতে অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। শুক্রবার ২১ জুন সকাল ৭টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতি সব সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে হবিগঞ্জ ফায়ার স্টেশনে কর্মরত উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন ৮:১৫ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং একটি দোকান আংশিক পড়েতে। ক্ষতির পরিমাণ আনুমানিক সর্বোচ্চ ৩০ লক্ষ টাকার মালামাল হতে পারে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, পুড়ে যাওয়া দোকান গুলো মালিক আটঘরিয়া বড় বাড়ির মোঃ বাচ্ছু মিয়ার বীজ কীটনাশক সার ও গরু খাবারের দোকান, একই গ্রামের মন্নান মিয়ার কাপড়ের দোকান ও শিয়াল দাডিয়া গ্রামের কাজল গোপের ইলেক্ট্রিক দোকান। এছাড়াও আশেপাশের কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে ।