বিগঞ্জ শহরতলীর গোবিন্দপুর গ্রামে পূর্ব শত্রæতার জের ধওে উভয়পক্ষের সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। শনিবার (৯জুন) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্দুর নুর মিয়া পুত্র আলামিন (৩৫), আব্দুল মোতালিব (২৮), মৃত ইন্তাজ উল্লার পুত্র আব্দুর নুর, মিনারা খাতুন (৬০), জুয়েল মিয়া (২২), ইব্রাহিম (৪৫), মৃত আদিম উল্লার পুত্র মরতুজ আলী (৫৫)সহ আরও কয়েকজন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে ভর্তি করান। এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৩জনকে সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় ইউপি মেম্বার রাজিব মিয়া জানান, দু’পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জেরে তারা সংঘর্ষে লিপ্ত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। এ সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনা কোন মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে।