এম.এ,রাজা।। সদ্য সমাপ্ত হওয়া হবিগঞ্জ সদর নবীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ সদর উপজেলা ও নবীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে শপথবাক্য পাঠ করানো হয়।

ছবি : শপথ গ্রহন অনুষ্ঠাতে উপস্থিত জেলা প্রশাসক ইশরাত জাহানসহ অন্যান্য অতিথিবৃন্দ
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, নবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।