শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মৃৎ শিল্প দিন দিন বিলুপ্তির পথে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 24 July 2020
আজকের সর্বশেষ সবখবর

শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মৃৎ শিল্প দিন দিন বিলুপ্তির পথে

Link Copied!

হৃদয় খান, বানিয়াচং : শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মৃৎ শিল্প দিন দিন বিলুপ্তির পথে। আগেকার দিনে মাটির তৈরি জিনিস ব্যবহারের প্রচলন ছিল অনেক বেশি। মাটির তৈরি হাঁড়ি-পাতিল, কলস, ফুলদানি, টব, ছোটদের খেলার জন্য হাতি, ঘোড়া, গরু, হরিণ ইত্যাদি তৈরি করা হতো বানিয়াচং এর কয়েকটি কুমোর বাড়িতে।

কিন্তু হঠাৎ করে যেন আধুনিকতার ছোঁয়ায় আমাদের পুরনো সংস্কৃতি বিলীন হয়ে যাচ্ছে। কোথাও যেন ও হারিয়ে যাচ্ছে আমাদের অতিতের ব্যবহৃত মাটির তৈরি তৈজসপত্র।

 

ছবি: ঐতিহ্যবাহী মৃৎ শিল্প

 

প্রায় মাটির তৈরি জিনিসপত্র এখন দেখাই যায়না। দেখা যায়না কুমোরের দিনে রাতে পরিশ্রম করে শখের মৃৎ শিল্প তৈরি করা। মাটির তৈরি জিনিস এর চাহিদা কমে যাওয়াতে অনেকেই আবার এই মাটির তৈরি জিনিস এর পেশা ছেড়ে দিচ্ছেন। ধীরে ধীরে অতিতের তৈরি ব্যবহৃত মাটির তৈরি জিনিস এর প্রচলন ও কমে যাচ্ছে। আমাদের উচিৎ অতিতের সংস্কৃতি কে ভুলে না গিয়ে বরং নিত্য দিনে মাটির তৈরি জিনিস ব্যবহারে আগ্রহী হওয়া। এবং কুমোরদের মাটির তৈরি জিনিস তৈরিতে সম্মান এবং উৎসাহিত করা। তাহলেই আমাদের অতিতের পুরানো সংস্কৃতি আর বিলুপ্তির পথে হাঁটবে না।