এম এ রাজা : হবিগঞ্জ সদর উপজেলার অবহেলিত এক জনপদের নাম লুকড়া ইউনিয়নে কাকুড়াকান্দি গ্রাম। এই গ্রামটি লুকড়া ইউনিয়নে শেষ প্রান্তে ভাটা এলাকায় হওয়ায় সব থেকে অবহেলিত। ছোট্ট এই গ্রাম টিতে আছে প্রায় ৩শ ভোটার কিন্তু এলাকা ব্যাকহোয়াট হওয়াতে কোনো জনপ্রতিনিধি তেমন একটা ভোটের জন্য কাকুড়াকান্দি গ্রামে যান না। আর এই গ্রামের ভোটের সেন্টার অনেক দূরে হওয়াতে লোকজনও ভোট দিতে জান না তেমন একটা।
এভাবেই দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে ককুড়াকান্দি গ্রামটি। গত উপজেলা নির্বাচনে এই গ্রামে বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের বাবা গিয়েছিলেন ভোট চাইতে। তখন এলাকাবাসীকে কথা দিয়েছিলেন উনি এই গ্রামে একটা ব্রিজ করিয়ে দিবেন।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনার সুযোগ্য সন্তান, বর্তমান হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম উপজেলার বরাদ্দ না থাকার কারণে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই কাঠের ব্রিজটি নির্মাণ করে দিলেন। আজ রবিবার ছিল কাঠের ব্রিজটির উদ্বোধনী অনুষ্ঠান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তিনি বলেন,আমি চাই আমার উপজেলায় কোনো মানুষ যেন অবহেলিত না থাকে। আজকে সদর উপজেলায় বরাদ্দ না থাকার কারণে আমি আমার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছি। আগামীতে বরাদ্দ আসার সাথে সাথে এই কার্ডের ব্রিজটি সরিয়ে ঢালাই ব্রিজ নির্মাণ করে দিব ইনশাআল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কাকুড়াকান্দি গ্রামের মেম্বার মোঃ আবু তাহের, চার গ্রামের মুরুব্বি আলাউদ্দিন, আব্দুর রহিম,আঃ বারিক,তাজুল ইসলাম, রফিকুল ইসলাম, মহিলা মেম্বার রোকেয়া বেগম, আব্দুল্লাহ, আশরাফ এবং কাকুড়াকান্দি গ্রামসহ আশপাশের গ্রামের হাজারও উৎসুক জনতা।