এম.এ.রাজা : হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের টমটম শ্রমিকদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭’শে জুলাই) হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সহযোগিতায় প্রাপ্ত ত্রাণ শ্রমিকদের মধ্যে বিতরন করেন। এসময় প্রায় ২’শ অসহায় শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, ধৈর্য ধরুন বাংলাদেশ সরকারের উপরে বিশ্বাস রাখুন আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম আছি এবং আগামীতেও থাকবো। আপনারা স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করুন কারণ আমরা চাইনা এই ঈদের আনন্দ করোনার বিষাদে ডেকে যাক।