লাখাই হাওড়ে ২ লক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 25 July 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাই হাওড়ে ২ লক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

Link Copied!

 

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার বুল্লা হাওরাঞ্চলের মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জাল এবং মশারি জাল এর বিরুদ্ধে আজ শনিবার একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লুসিকান্ত হাজং। ২’টি ইঞ্জিন চালিত ট্রলারে করে জনাব হাজং এর নেতৃত্বে উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারী ও লাখাই থানা পুলিশের সমন্বয়ে গঠিত চৌকস দল পুরো বুল্লা অঞ্চলের হাওরে টহল দেন। এ সময় চারটি (০৪) কারেন্ট জাল ও পাঁচটি (০৫) মশারি জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় দুই (০২) লক্ষ টাকা। পরবর্তীতে এই জাল গুলি আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

 

ছবি: জাল আগুনে পুড়িয়ে নষ্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লুসিকান্ত হাজং।

 

উল্লেখ্য কারেন্ট জাল মাছের স্বাভাবিক চলাচল ব্যাহত করে এবং মশারি জাল মাছের ডিম ধ্বংস করে ফেলে এতে করে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার ব্যাহত হয়।

পরে লাখাই ইউনিয়ন এর স্বজনগ্রাম এলাকার সুজনপুরে বন্যাকবলিত ষাট (৬০) টি ফ্যামিলিতে দশ (১০) কেজি করে ত্রাণ বিতরণ করেন লাখাই উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব লুসিকান্ত হাজং।

 

ছবি: বন্যাকবলিতদের ত্রাণ বিতরণ করেন লাখাই উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব লুসিকান্ত হাজং।

 

অভিযানে সহায়তা করেন লাখাই উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ
কর্মকর্তা, লাখাই উপজেলা খাদ্য কর্মকর্তা এবং লাখাই থানা পুলিশের একটি দল যার নেতৃত্বে ছিলেন লাখাই থানার সেকেন্ড অফিসার জনাব সজীব চন্দ্র দেব রায়।