লাখাই ভূমি অফিসের প্রধান সহকারী কাম ক্যাশিয়ার মোঃ মামুন চৌধুরী (৪৫)। তৃতীয় শ্রেণীর এই চাকরির ১৪তম গ্রেডের সর্বোচ্চ বেতন ৩১ হাজার টাকা। এই বেতনে চাকরি করেই কোটিপতি তিনি। বাস করেন চারতলার নিজস্ব ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত ফ্ল্যাটে। বিলাসবহুল পণ্য দিয়ে রাজকীয়ভাবে সাজিয়েছেন বাসার প্রতিটা রুম। অবৈধভাবে শেয়ার ক্রয় করেছেন একাধিক জলমহালের, ক্রয় করেছেন জায়গা জমি।
শহরের পৌদ্দার বাড়ি (পশ্চিম ভাদৈ) এলাকায় আছে চার তলার বিলাসবহুল বাসা, কৃষকের জন্য ভর্তুকি দিয়ে সরকারের ক্রয় করা উচ্চ মূল্যের কম্বাইন হারভেস্টার, এক্সেভেটর (ভেকু মেশিন), মাটি পরিবহনের ৭/৮টি ট্রাক্টরসহ সহ গ্রামের বাড়িতে নিজস্ব এক জমিদারি আছে তার। আছে বেতনভুক্ত লাঠিয়াল বাহিনী গ্রাম্য দাঙ্গা, আধিপত্য বিস্তারসহ আরও নানা অভিযোগ আছে মামুন চৌধুরীর বিরুদ্ধে।
‘পান থেকে চুন খসলে’ই সরকারি চাকুরিজীবি ভাইদের দিয়ে দেখে নেয়ার হুমকি দেন তিনি। এ যেন আদি যুগের কূ-প্রথা প্রচলন বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের গানপুর গ্রামে।
মামুন চৌধুরী ওই এলাকার মৃত ইমান হোসেনের পুত্র। পৈতৃক পেশা কৃষি হলেও গত কয়েক বছরে ‘আঙ্গু ফুলে কলা গাছ’ হয়ে গেছেন মামুন চৌধুরী। অর্র্র্জন করেছেন ৫/৭ কোটি টাকার সম্পত্তি।
অনুসন্ধানে জানা যায়, বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের মুরাদপুর হাওরের ডোবা বিলের বৃহৎ শেয়ারের মালিক মামুন চৌধুরী। কৌশলে ভিন্ন ব্যক্তির নামে ইজারা নিয়েছেন প্রায় ৪০ একর জলমহাল। এ জন্য বার্ষিক ১৬ লাখ টাকা রাজস্ব দিতে হয় তার। একইভাবে মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকার হাসনাবাদ জলমহালের মালিক তিনি। ৭১ একর জলমহালটির বার্ষিক রাজস্ব দিতে হয় ২১ লাখ টাকা।
বানিয়াচং ও নবীগঞ্জের আত্মীয়ের বাড়িতে আছে সরকারের ভর্তুকি দিয়ে কেনা কম্বাইন হারভেস্টার। আনুমানিক ৭টি কম্বাইন হারভেস্টার আছে তার যার আনুমানিক দাম এক কোটি টাকা, ৫/৭টি মাটি পরিবহনকারী ট্রাক্টর যার আনুমানিক দাম ৪০ লাখ টাকা এগুলো পুরোপুরি অবৈধভাবে ক্রয় করে ব্যবসায়িক কাজে লাগিয়েছেন মামুন চৌধুরী। এ বিশাল সাম্রাজ্য দেখাশুনা করেন তারই আপন ছোট ভাই সোহান চৌধুরী এবং বোনের ছেলে মিল্লাদ, বরুন দাস, মাসুক আনসারী, নলিনি দাস, টিটুসহ আরও কয়েকজন।
এ ছাড়াও হবিগঞ্জ শরের পশ্চিম ভাদৈ এলাকায় আনন্দপুর মৌজায় প্রায় ১০ শতক জায়গার উপর ৪ তলার বিলাসবহুল বাড়ি বানিয়েছেন মামুন চৌধুরী। ভাড়াটিয়াসহ বাড়ির দু’তলায় নিজেই বসবাস করেন তিনি। মামুন চৌধুরী ১৬ তম গ্রেডের কর্মচারী হিসেবে মাত্র ১৮’শ ৭৫ টাকা বেতনে চাকুরীতে যোগদান ২০০৪ সালের ৩১ অক্টোবর।
বর্তমানে পদোন্নতি পেয়ে ১৪ গ্রেডের কর্মচারী হয়েছেন। এই পদে বর্তমানে প্রায় ৩১ হাজার টাকার বেতন-ভাতা ভোগ করছেন তিনি। বার বার বদলী হলেও ঘুরে ফিরে হবিগঞ্জ সদরেই আসেন তিনি। অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মামুন চৌধুরীকে ১৪জুন ২০২২ তারিখে লাখাই বদলী করেন সাবেক জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। এর বেশ কিছুদিন পর আবার হবিগঞ্জ সদরে ফিরে আবার অনিয়মের জন্য সর্বশেষ গত ১৪ জুন আবারও তাকে লাখাই বদলী করা হয়েছে বলে জানা গেছে। সংবাদ ও বিস্তারিত বিষয় জানতে মামুন চৌধুরীর মোবাইলে যোগাযোগ করা হলে তাকে মোবাইলে পাওয়া যায়নি।