লাখাই ভুমি অফিসের সহকারী মামুন চৌধুরীর বিরুদ্ধে দূর্নীতি প্রতিরোধ আইনে মামলা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 24 September 2024

লাখাই ভুমি অফিসের সহকারী মামুন চৌধুরীর বিরুদ্ধে দূর্নীতি প্রতিরোধ আইনে মামলা

তারেক হাবিব
September 24, 2024 9:15 am
Link Copied!

দূর্নীতি অনিয়মের মাধ্যমে আয় বহির্ভূত সম্পদ অর্জনের ঘটনায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের পর মামুন চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে দূর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১ে৯সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলামের আদালতে দূর্নীতি প্রতিরোধ আইন ২০০৪ এর ২৭ এর (১) ধারায় মামলাটি দায়ের করেন লোকমান মিয়া নামে এক ব্যক্তি। মামুন চৌধুরী বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের গানপুর গ্রামের মৃত ইমাম হোসেনের পুত্র ও লাখাই উপজেলা ভুমি অফিসের প্রধান সহকারী।

মামলা সুত্রে জানা যায়, লাখাই ভূমি অফিসের প্রধান সহকারী কাম ক্যাশিয়ার মোঃ মামুন চৌধুরী (৪৫) একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী। ১৪তম গ্রেডের সর্বোচ্চ বেতন ৩১ হাজার টাকা। এই বেতনে চাকরি করেই কোটিপতি তিনি। বাস করেন চারতলার নিজস্ব ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত ফ্ল্যাটে। বিলাসবহুল পণ্য দিয়ে রাজকীয়ভাবে সাজিয়েছেন বাসার প্রতিটা রুম। অবৈধভাবে শেয়ার ক্রয় করেছেন একাধিক জলমহালের, ক্রয় করেছেন জায়গা জমি।

শহরের পৌদ্দার বাড়ি (পশ্চিম ভাদৈ) এলাকায় আছে চার তলার বিলাসবহুল বাসা, কৃষকের জন্য ভর্তুকি দিয়ে সরকারের ক্রয় করা উচ্চ মূল্যের কম্বাইন হারভেস্টার, এক্সেভেটর (ভেকু মেশিন), মাটি পরিবহনের ৭/৮টি ট্রাক্টর। নামে বেনামে অর্জন করেছেন আনুমানিক ১০ কোটি টাকার সম্পদ। এ ছাড়াও হবিগঞ্জ শরের পশ্চিম ভাদৈ এলাকায় আনন্দপুর মৌজায় প্রায় ১০ শতক জায়গার উপর ৪ তলার বিলাসবহুল বাড়ি বানিয়েছেন মামুন চৌধুরী। ভাড়াটিয়াসহ বাড়ির দু’তলায় নিজেই বসবাস করেন তিনি।

মামুন চৌধুরী ১৬ তম গ্রেডের কর্মচারী হিসেবে মাত্র ১৮’শ ৭৫ টাকা বেতনে চাকুরীতে যোগদান ২০০৪ সালের ৩১ অক্টোবর। বর্তমানে পদোন্নতি পেয়ে ১৪ গ্রেডের কর্মচারী হয়েছেন। এই পদে বর্তমানে প্রায় ৩১ হাজার টাকার বেতন-ভাতা ভোগ করছেন তিনি। বার বার বদলী হলেও ঘুরে ফিরে হবিগঞ্জ সদরেই আসেন তিনি।

অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মামুন চৌধুরীকে ১৪জুন ২০২২ তারিখে লাখাই বদলী করেন সাবেক জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। এর বেশ কিছুদিন পর আবার হবিগঞ্জ সদরে ফিরে আবার অনিয়মের জন্য সর্বশেষ গত ১৪ জুন আবারও তাকে লাখাই বদলী করা হয়েছে বলে জানা গেছে।

 

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়