লাখাই প্রতিনিধি : স্বাস্থ্যবিধি না মানা ও সরকারী নির্দেশ অমান্য করায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুসিকান্ত হাজং লাখাই উপজেলার বুল্লা বাজারে শুক্রবার এক মোবাইল কোর্ট পরিচালনা করেন।
তিনি এসময় ৯ টি মামলায় বিভিন্ন ব্যাক্তি, প্রতিষ্ঠান ও যানবাহন এর নিকট থেকে ২২০০০ টাকা জরিমানা আদায় করেন। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইন ও দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক এই জরিমানা করা হয়।
শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লুসিকান্ত হাজং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে, বুল্লা বাজারে দুটি হোটেলে পার্সেল করে খাবার বিক্রি করার পরিবর্তে লোক বসিয়ে খাবার পরিবেশন করে নির্দেশনা অমান্য করায়, ৪টি ভ্যারাইটিজ স্টোরের কর্মীরা মাস্ক না পড়ায় ও একটি বাস এবং একটি সি.এন.জি অটোরিকশা যানবাহনের জন্য নির্ধারিত যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারী নির্দেশ অমান্য করায় এবং একজন পথচারীকে মাস্ক পরিধান না করায় এই জরিমানা আদায় করেন।
এছাড়াও বুল্লা বাজারে যানজট নিরসনে জনাব লুসিকান্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় লাখাই থানার এসআই সজীব দেব রায় সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে সহযোগিতা করেন। জনাব লুসিকান্ত হাজং হ্যান্ড মাইকে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান।