লাখাই থানা স্বেচ্ছাসেবীদের মাঝে মাস্ক, পিপিই ও সুরক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 7 August 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাই থানা স্বেচ্ছাসেবীদের মাঝে মাস্ক, পিপিই ও সুরক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন এডিটর
August 7, 2020 11:32 pm
Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই : করোনা আক্রান্ত মৃতদেহের সৎকারে নিয়োজিত লাখাই থানা স্বেচ্ছাসেবীদের মাঝে অনির্বান লাইব্রেরীর পক্ষ হতে মাস্ক, পিপিই ও সুরক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ও করোনা প্রতিরোধে সচেনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ছবি: স্বেচ্ছাসেবীদের মাঝে মাস্ক, পিপিই ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে।

 

শুক্রবার (৭ই আগষ্ট) লাখাই থানা মাঠ প্রাঙ্গনে বিকাল ৪ টায় লাখাই থানর ওসি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও তদন্ত অফিসার অজয় দেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম (পিপিএম) বলেন, আপনারা সবাই নিয়মিত মাস্ক ব্যাবহার করুন, নিজে সচেতন হউন অন্যকে সচেতন করুন, সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাফেরা করুন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, করোনা আক্রাত হয়ে কেউ মারা গেলে মৃতদেহের সৎকারে নিয়োজিত উপজেলায় দুটি টিম কাজ করে চলছে, তাদের কে সহ উপজেলা পুলিশ প্রশাসন কে জানানোর আহ্বান জানান।

ওসি সাইদুল ইসলাম বলেন, আমরা করোনা প্রতিরোধে সচেনতামুলক প্রচারণা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ইত্যাদি প্রতিরোধে কাজ করে যাচ্ছি এবং বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ মেডিকেল অফিসার আঃ কাদির বলেন, আমাদের প্রতিটি ইউনিয়নে নমুনা সংগ্রহের টিম রয়েছে, সন্দেহ হলে তাদের সাথে পরামর্শ করে নমুনা দেন অথবা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দেন। তিনি আরও বলেন, এ পর্যন্ত আমাদের ৩৭ জন শনাক্ত রোগী সবাই করোনা জয় করে সুস্থ আছে, সবাই সথর্ক থাকুন ভালো থাকুন।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন, অনির্বান লাইব্রেরীর বিশেষ সদস্য সুরঞ্জিত চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডঃ আলী নোওয়াজ, উপজেলা রিপোটার্স ইউনিটের সভাপতি বাহার উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ, হিন্দু বুদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের লাখাই উপজেলার সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক আশিষ দাশ, ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরিফ আল হাসান প্রমুখ।