লাখাই থানার পুলিশের পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামীদের গ্রেফতার করেছে ।
পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারি) রাতে লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে এস আই মুহাম্মদ সোগাগ ফকির ও এ এস আই জ্যোতিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে জফু মিয়ার ছেলে মহি উদ্দীন ও আতাব মিয়ার ছেলে রাসেলকে তাদের বাড়ী থেকে গ্রেফতার করেন ।
অপর অভিযানে লাখাই ইউনিয়নের স্বজনগ্রামে অভিযান চালিয়ে লাখাই আইসি স্বজনগ্রাম তদন্ত্র কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ নিয়মিত মামলার আসামী মৃত হাজী মলাই মিয়ার ছেলে ফারুক মিয়া (৫৫) কে তার বাড়ী থেকে গ্রেফতার করে নিয়ে থানায় নিয়ে আসেন।
শুক্রবার (১৮ফেব্রুয়ারি ) গ্রেফতার হওয়া আসামীদেরকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে ।