লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 9 December 2023
আজকের সর্বশেষ সবখবর

লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা

এম এ ওয়াহেদ
December 9, 2023 9:47 pm
Link Copied!

লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিদায় সংবর্ধনা লাখাই থানা মিলনায়তনে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) চম্পক দাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।

এসআই পাভেল আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, এসআই ( উপপরিদর্শক)জহির আলী, ২নং মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, ৫নং বুল্লা ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ মতিন, যুগ্ম সম্পাদক শাহ রেজা উদ্দিন দুলদুল, সিনিয়র সাংবাদিক এম এ ওয়াহেদ, এ এসআই আবেদ আলী, মাসুক তালুকদার, কনস্টেবল কবির হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মান্না সহ আব্দুল হান্নান প্রমুখ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন এ,এস,আই আবেদ আলী ও গীতা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী।